মুনতাসীর মামুন, পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় গ্রহীতার ক্রয় করা জমির ভোগদখলে বাধা প্রদান করেছেন জমিদাতাগণ। গ্রহীতা গোলাম সরোয়ার লিটন মৃধা তার ক্রয় করা জমিতে বাড়ি করার উপযোগী করার জন্য বালু দিয়ে ভরাট করলে এতে বাধা প্রদান করেন জমিদাতা জসিম মীর ও কুদ্দুছ মীর। এ ব্যাপারে গোলাম সরোয়ার লিটন মৃধা গতকাল বৃহস্পতিবার গলাচিপা প্রেসক্লাব সভাপতি/সম্পাদক বরাবরে জসিম মীর ও কুদ্দুছ মীরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী গোলাম সরোয়ার লিটন মৃধা জানায়, উপজেলার ডাকুয়া ইউনিয়নের পশ্চিম পারডাকুয়া ব্রীজ বাজার সংলগ্ন জায়গায় তিনি এক খন্ড জমি জসিম মীর ও কুদ্দুছ মীরের নিকট হতে ক্রয় করেন। গত ৩১ আগস্ট গোলাম সরোয়ার লিটন মৃধা ক্রয় করা জমিতে বাড়ি করার উপযোগী করে বালু দিয়ে ভরাট করলে এতে জমিদাতারা অধিক লোভের বশবর্তী হয়ে বাধা প্রদান করেন। লিটন মৃধা কারণ জানতে চাইলে জমিদাতারা তার নিকট পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে জমিদাতা জসিম মীর এবং তার সঙ্গীয় অন্যান্যরা লিটন মৃধাকে মারধর করেন। এ ঘটনায় লিটন মৃধা ২ সেপ্টেম্বর গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জমিদাতা জসিম মীরসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন, যার নম্বর সি আর ৪০১/২০। আদালত মামলাটি আমলে নিয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলামকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন।