মোঃ আকছেদ আলী, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
চলছে প্রচন্ড তাপদাহ। বেড়েছে লোডশেডিং। গরমে অতিষ্ঠ মানুষ। কদর বেড়েছে গ্রাম-বাংলার ঐতিহ্য তালপাতার তৈরি হাতপাখার। একসময় গরম নিবারণে হাতপাখা ছিলো মানুষের ভরসা। এখন যুগ পাল্টেছে। হাতপাখার স্থান দখল করে নিয়েছে ইলেকট্রিক ফ্যান, এসি ও এয়ার কুলার। তারপরও কদর কমেনি হাতপাখার। প্রচন্ড গরমে স্বস্তির পরশ নিতে হাতপাখার জুড়ি নেই। গরম বাড়ার সাথে সাথে পাবনার ভাঙ্গুড়া উপজেলার হাট-বাজারগুলোতে হাত পাখা বিক্রি বেড়েছে। বিশেষ করে তালপাতার তৈরি হাতপাখা বিক্রি হচ্ছে বেশি। ছোট সাইজের একটি তালপাতার হাতপাখা ১০ টাকা এবং বড় সাইজেরগুলো ১৫/২০ টাকায় বিক্রি হচ্ছে। ঘরে বৈদ্যুতিক পাখা থাকলেও মানুষ হাতপাখা কিনছে। পৌর শহরের শরৎনগর হাটে হাতপাখা বিক্রি করতে আসা গোলাম মোস্তফা জানান, তিনি ৩৮/৪০ বছর যাবত তাল পাতার হাতপাখা তৈরি করে বাজারে বিক্রি করেন। এখন বাড়িতে, বাড়িতে বৈদ্যুতিক ফ্যানের ব্যবহার বেড়ে যাওয়ায় হাতপাখা আর আগের মতো চলে না। তবে এই গরমে হাতপাখা বিক্রি বেড়েছে। পাখা কিনতে আসা গজারমারা গ্রামের বেজাউল করিম বলেন, বিদ্যুৎ তো সবসময় থাকে না তাই হাতপাখা কিনছি।