নিজস্ব প্রতিবেদক : অবৈধ বালুমহাল ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামসংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে একদল সন্ত্রাসী কৌশলে পালিয়ে গেলেও একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিন ও একটি দা উদ্ধার করা হয়েছে।
গতকাল শনিবার দুপুর ২টায় গজারিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে অভিযানের বিস্তারিত তুলে ধরেন উপজেলা প্রশাসন। সংবাদ সম্মেলন অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গজারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন শরীফ বলেন, গজারিয়া উপজেলার কালীরচর ও গুয়াগাছিয়া সংলগ্ন মেঘনা নদীতে দীর্ঘদিন যাবৎ একটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী অবৈধ বালুমহাল পরিচালনা, নৌযানে চাঁদাবাজি, ডাকাতি ও অপহরণসহ বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাত ১০টার দিকে উপজেলা প্রশাসন ও কোস্ট গার্ড ঢাকা জোন সম্মিলিতভাবে সেখানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের প্রথমে একটি ইঞ্জিনচালিত ট্রলারে থাকা ১০/১১ জন সন্ত্রাসী কৌশলে পালিয়ে যায়। আমরাও কৌশল বদল করে নদীর পাড়ে লুকিয়ে পড়ি। এই ঘটনার কিছুক্ষণ পর সন্ত্রাসীরা আবার ফিরে আসে। এসময় তারা আমাদের সাধারণ যাত্রী মনে করে ডাকাতি করার উদ্দেশ্যে আমাদের দিকে এগিয়ে আসতে থাকে। কাছাকাছি আসার পরে তারা যখন আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পায় তখন গুলিবর্ষণ করার প্রস্তুতি নেয়। তবে পরক্ষণে তারা পিছু হটে। তারা তাদের ট্রলার নিয়ে পালিয়ে যাওয়ার সময় আমরাও পিছন থেকে তাদের ধাওয়া দেই। অবস্থা বেগতিক দেখে নদীর বসুরচর এলাকায় তাদের ট্রলারটি ডুবিয়ে দিয়ে তারা পালিয়ে যায়। এসময় ট্রলার থেকে একটি কাঠের বাক্স ভেসে উঠলে তা তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড তাজা গুলি এবং ১টি দেশীয় অস্ত্র পাওয়া যায়। এসময় ঘটনাস্থলের অদূরে অবৈধ বালুমহালের সাথে যুক্ত একটি বাল্কহেড ৩ জন স্টাফসহ আটক করা হয়। জব্দকৃত অস্ত্র ও গুলি আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে গজারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড ঢাকা জোনের লেফটেন্যান্ট কমান্ডার তাকিউল আহসান বলেন, অভ্যন্তরীণ নৌপথে চলাচলরত নৌযানসমূহের নিরাপত্তা নিশ্চিতকল্পে ২৪ ঘন্টাব্যাপী টহল কার্যক্রম পরিচালনা করছে কোস্ট গার্ড। টহলের পাশাপাশি আকস্মিক সাঁড়াশি অভিযান, মোবাইল কোর্ট এবং যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে কোস্ট গার্ড আওতাধীন এলাকাসমূহে ডাকাতি, চোরাচালান, মাদক পাচার, ছিনতাই এবং অবৈধ বালু উত্তোলন প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল আলম বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল এবং অভ্যন্তরীণ নৌপথকে নিরাপদ রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে গজারিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল গুয়াগাছিয়ায় ইউনিয়নের জামালপুর গ্রামসংলগ্ন মেঘনা নদীতে অবৈধভাবে একটি বালুমহাল পরিচালনা করছিলো কুখ্যাত নৌডাকাত নয়ন-পিয়াস বাহিনীর লোকজন। অবৈধ এই বালুমহালটিকে ঘিরে চাঁদাবাজি, নৌযানে ডাকাতিসহ নানা ধরনের অপরাধ সংঘটিত হওয়ার খবর বিভিন্ন সময় পাওয়া গেছে। বালুমহালটি বন্ধে বেশ কয়েকবার অভিযান চালিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।