কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: ‘এখানে ছিল এখানে আছে, আমাদের ঋণ তোমাদেরই কাছে’ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমকি বিদ্যালয়ের ১ম পুনর্মিলনী অনুষ্ঠান।
গতকাল শনিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে বেলুন ও পায়রা উড়িয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে শেষ হয়ে আলোচনা সভায় মিলিত হয়। শোভাযাত্রায় পুরনো বন্ধুদের পেয়ে নাচে গানে মেতে ওঠেন প্রাক্তন শিক্ষার্থীরা। শোভাযাত্রা শেষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও ১ম পুর্নমিলনী উদযাপন পর্ষদের প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, ১ম পুর্নমিলনী উদযাপন পরিষদের আহ্বায়ক আবদুল মান্নান ও সদস্য সচিব রেজাউল করিম বাবলাসহ উদযাপন পর্ষদের সদস্যরা।
বিদ্যালয়ের প্রথম এ পুর্নমিলনীতে বিভিন্ন ব্যাচের প্রায় ১২০০ প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করে। দিনভর বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা স্মারক, বৃক্ষ রোপণ, স্মৃতিচারন অনুষ্ঠান, অ্যালমানাই গঠন, ফানুস উৎসব, বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা, ঢাকা ও খুলনা থেকে আগত আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনা এবং রাফেল ড্রসহ নানা আয়োজনে ১ম পুর্ণমিলনী উদযাপন করেন শিক্ষার্থীরা। সবাই মিলে এই এলাকার উন্নয়নে কাজ করার লক্ষ্যেই এ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আব্দুল মান্নান, আহ্বায়ক, খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় ১ম পুর্নমিলনী পর্ষদ।