ইউক্রেনের দ্বিতীয় প্রধান শহর খারকিভ থেকে রুশ সেনা পিছু হটেছে বলে দাবি করেছেন শহরের মেয়র ওলেগ সিনেগুবভ। বিবিসিকে তিনি জানিয়েছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এই শহরটি রোববার বিকেলের দিকে দখলমুক্ত হয়েছে।
কয়েকজন রুশ সেনা ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে বলেও উল্লেখ করেছেন খারকিভের মেয়র।
বিবিসিকে সিনেগুবভ বলেন, ‘খারকিভ এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে। ইউক্রেনের সামরিক বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রাদেশিক প্রতিরক্ষা বাহিনীর সমন্বয়ে গঠিত নিরাপত্তা বাহিনীর সদস্যরা রুশ সেনাদের খারকিভ থেকে বিতাড়িত করেছে।’
‘বেশিরভাগ রুশ সেনা পালিয়েছে এছাড়া ১০ জন রুশ সেনা ইতোমধ্যে ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। তাদের কয়েকটি সাঁজোয়া যান আমরা জব্দ করতে পেরেছি।’
শনিবার সন্ধ্যার দিকে খারকিভে প্রবেশ করে রুশ সেনারা। খারকিভের একাধিক বাসিন্দা জানিয়েছেন, শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত টানা ক্ষেপণাস্ত্র ও গোলাগুলির শব্দ শোনা গেছে শহরের বিভিন্ন এলাকায়। এছাড়া খারকিভের প্রধান গ্যাস পাইপলাইন উড়িয়ে দিয়েছে রুশ বাহিনী।
খারকিভের বহু আবাসিক এলাকা রীতিমতো ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।
তবে নগর কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী শহরবাসীদের প্রায় সবাই নিজ নিজ বাসভবনের বেসমেন্টে আশ্রয় নেওয়ায় হতাহতের সংখ্যা এড়ানো গেছে বহুলাংশে। বিবিসি জানিয়েছে, সর্বশেষ তথ্য অনুযায়ী, খারকিভে নিহত হয়েছেন ১ জন এবং আহত হয়েছেন ৬০ জন।
সূত্র: বিবিসি