কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রা উপজেলা মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় জেন্ডার অসমতা নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন বার্তা প্রচারে ধর্মীয় নেতাদের দক্ষতা বৃদ্ধিমুলক কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম। মহিলা বিষয়ক অফিসের সিআরএফ অফিসার আবু সাইদের পরিচালনায় এতে রাখেন ওয়ার্ল্ড ভিশনের এমসিএইচএস এ্যাডভাইজার মোঃ ফিরোজ আহমেদ, নবযাত্রা-২ ওয়ার্ল্ড ভিশনের স্পেশালিষ্ট সিন্ধু কুমার রায়, উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মাসুদুর রহমান, মাওলানা আয়ুব আলী, ইসলামীক ফাউন্ডেশনের হাফেজ মনিরুজ্জামান প্রমুখ। কর্মশালায় নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধে ধর্মীয় নেতাদের করনীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১২০ জন ইমাম ও পুরোহিতগন অংশ গ্রহন করেন।