কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলার হতদরিদ্র জেলে পরিবারের অবস্থা খুব নাজুক। খবর নিয়ে জানা গেছে মহারাজপুর ইউনিয়নের সুন্দরবনের কোল ঘেষে গড়ে উঠা মঠবাড়ি গ্রামের জেলে আব্দুল্লাহ বলেন সুন্দরবন যখন খোলা ছিলো আমি কাঁকড়া ধরে আমার সংসার চালাতাম কিছু দিন পর আমি একটি সমিতি থেকে টাকা উত্তাল করি নৌকা, জাল বানাবো বলে। সুন্দরবন বন্ধ হওয়ার কারণে আমি সংসার চালাতে পারছিনা তার উপর প্রতি সপ্তাহে সমিতির কিস্তি পরিশোধ করতে হচ্ছে। ৫নংকয়রা গ্রামের চরপাতা জেলে মোঃ রেজওয়ান বলেন আমার পারিবারিক সমষার কারণে আমি একটি সমিতি থেকে টাকা নিয়ে ছিলাম সুন্দরবনে মাছ ধরে সোদ করবো বলে। সেটা আর পারছিনা সুন্দরবন বন্ধ হওয়ার কারণে এখন আমি সংসার চালাতে হিম-সিম খাচ্ছি তার ভিতরে প্রতি সপ্তাহে সমিতির কিস্তি পরিশোধ করতে হচ্ছে। ৬নংকয়রা গ্রামের জেলে রজব আলী বলেন আমার পারিবারিক ও সাংসারিক কাজের জন্য সমিতি থেকে টাকা নিয়ে ছিলাম সুন্দরবনে মাছ ধরে পরিশোধ করবো ব’লে তিন মাস সুন্দরবন বন্ধ থাকবে আমি আমার সংসার চালাতে খুবি কষ্ট হচ্ছে এদিকে প্রতি সপ্তাহে সমিতির কিস্তি পরিশোধ করতে হচ্ছে। এছাড়া আরো বেশ কয়েক জন জেলের সাথে কথা হয় তাঁরা বলেন আমাদের সকালের দাবি যে তিন মাস সুন্দরবন বন্ধ থাকবে সেই তিন কোনো সমিতি জেলেদের কাছ থেকে কিস্তির টাকা নিতে পারবেনা। খোঁজ নিয়ে আরো জানা গেছে কয়রা উপজেলার বিভিন্ন এলাকায় স্বামী পরিত্যক্ত কয়েক ‘শ’ নারী আছে তারা-ও সুন্দরবনে মাছ, কাঁকড়া ধরে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। এবিষয় নিয়ে আলাপ করেছিলাম কয়রা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আমিনুল হক বলেন তিন মাস সুন্দরবন বন্ধের সময় জেলেদের কে খাদ্য সহযোগিতার বিষয় টা বিবেচনা ধিন রয়েছে কিন্তু সমিতির কিস্তির বিষয় বিবেচনা ধিন নয়।