ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের ক্ষেতলাল পৌর এলাকার শাখারুঞ্জ গ্রামের সরকারী রাস্তার পাশে মূল্যবান আম গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে জেলা পরিষদ চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেছে জনৈক আব্দুল আলিম শাহ।
অভিযোগ সূত্রে জানা যায়, জেলা পরিষদের আওতাধীন আক্কেলপুর টু মোলামগাড়ীহাট শাখারুঞ্জ নামক স্থানে পাকা রাস্তার পাশে প্রায় ৬০ বছর বয়সী একটি প্রাচীন আমগাছ ছিল। গত ১২ নভেম্বর শাখারুঞ্জ গ্রামে তোজাম্মেলের ছেলে মামুনুর রশিদ ও আব্বাস আলীর ছেলে জিল্লুর রহমান গাছটি নিজের দাবী করে বিক্রি করে দেয়। ক্রেতারা আমগাছটি কর্তন করে ফেলে। তাৎক্ষণিক স্থানীয় গ্রামবাসী উপজেলা নির্বাহী অফিসারকে খবর দিলে তিনি এসিল্যান্ডকে ঘটনাস্থলে পাঠান। ততক্ষণে আম গাছটি কেটে ফেললেও গাছের গুঁড়িগুলো নিয়ে যেতে বাধা দেন এসিল্যান্ড। পরে তিনি স্থানীয় উপ-সহকারি ভূমি কর্মকর্তা বিমল চন্দ্রের জিম্মায় গাছের গুঁড়িগুলি রেখে আসেন।
এ বিষয়ে আম গাছের মালিকানা দাবী করা মামুনুর রশিদ বলেন, আমার দাদার হাতে রোপণ করা আম গাছটি উত্তরাধিকার সূত্রে আমাদের। বিভিন্ন সময় মাপঝোকে গাছটি আমাদের সীমানায় পড়েছে। যা প্রতিবেশিরা জানেন।
উপ-সহকারি ভূমি কর্মকর্তা বিমল চন্দ্র বলেন, আমার জিম্মায় কর্তনকৃত গাছের গুঁড়িগুলি আছে। জেলা পরিষদের সার্ভেয়ার এসে মাপঝোক করে গাছটি সরকারি নাকি ব্যক্তিমালিকানাধীন তা নির্ধারিত হবে।
ক্ষেতলাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি ইতিমধ্যে তারা আমগাছটি কর্তন করে ফেলেছে। তবে গাছের গুঁড়িগুলো স্থানীয় উপ-সহকারি ভূমি কর্মকর্তা বিমল চন্দ্রের জিম্মায় রেখে আসা হয়েছে।