স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপের পর ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে মেয়াদ শেষ হয়েছে রাহুল দ্রাবিড়ের। এরপর থেকেই দলের বাইরে চলে যান ভারতের সাবেক এই ক্রিকেটার। কিন্তু কোচ হিসেবে আবার সেই রাহুল দ্রাবিড়কেই চায় ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)। যে কারণে করতে চায় চুক্তি নবায়ন। আর চাইবেই না কেন? ২ বছর আগে কোচ হিসেবে দ্রাবিড়ের যোগ দেওয়ার পর থেকে একে একে সফলতা আসতে থাকে টিম ভারতের। বিশ্বকাপে টানা ১০ ম্যাচে অপরাজিত থেকেই ফাইনালে উঠেছে ভারত। যদিও ফাইনালে ম্যাচে ভারত হেরে গেছে, তবু সমালোচনা নেই রাহুল দ্রাবিড়ের।
গত সপ্তাহে দ্রাবিড়ের সঙ্গে আলোচনায় বসে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ। জানা গেছে, ওই সভায় দ্রাবিড়কে আরও দুই বছরের জন্য কোচের দায়িত্ব পালনের প্রস্তাব দিয়েছে সংস্থাটি। সেই চুক্তি এখনো চূড়ান্ত হয়নি। তবে যদি বিসিসিআইয়ের প্রস্তাবে দ্রাবিড় সাড়া দেয়, তাহলে দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে নতুন মেয়াদ শুরু হবে তার।
এদিকে গুঞ্জন শোনা গেছে, দ্রাবিড়কে পরামর্শক হিসেবে কাজ করার প্রস্তাব দিয়েছে দেশটির ফ্র্যাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্টস। আরেক ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস নাকি তার সঙ্গে আলোচনা করছে। আসলে রাহুল নিজে কী চান, সেটি এখনো কাউকে জানাননি।
২০২১ সালে নভেম্বরে ২ বছর মেয়াদে ভারতের প্রধান কোচ হিসেবে রাহুল দ্রাবিড়কে নিয়োগ দেয় বিসিসিআই। এই সময়ে ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপ ও এশিয়া কাপ জিতেছে। এছাড়া আন্তার্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) র্যাংকিংয়ে তিন ফরম্যাটেই ভারতকে শীর্ষে তুলেছেন দ্রাবিড়।