আব্বাস উদ্দিন ইকবাল : চট্টগ্রাম-কক্সবাজার প্রধান সড়কে ব্যাটারিচালিত টমটম-অটোরিকশা, সিএনজির হিড়িক। সেইসাথে অবৈধ পার্কিং ও ভাসমান দোকানের ফলে যানজটের অন্ত নেই। ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রী মহল ও জনসাধারণ।
চট্টগ্রামের কক্সবাজার মহাসড়ক ও বান্দরবানের প্রবেশদ্বার কেরানিহাট বাজারসহ গুরুত্বপূর্ণ স্পটগুলোতে সড়কের উপর ব্যাটারিচালিত টমটম- অটোরিকশা ও সিএনজি অবৈধ পার্কিং করে রাখার ফলে প্রতিনিয়তই লেগে থাকে দীর্ঘ যানজট। তাছাড়া লোহাগাড়া-চকরিয়া-কক্সবাজার থেকে আসা লোকাল বাসগুলো দীর্ঘক্ষণ দাঁড়িয়ে যাত্রী নেওয়ার কারণে এতে সাধারণ যাত্রী ও জনসাধারণের ভোগান্তির অন্ত থাকে না। দেখারও কেউ নেই।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও বান্দরবান সংযোগ প্রধান সড়কটি একদিকে এমনিতেই সরু। অপরদিকে সড়কটির গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সড়কের দুই পাশ প্রভাবশালী ব্যবসায়ীদের অবৈধভাবে দখলে নেয়া। সড়কের উপর ব্যবসায়িক মালামাল স্তুপ করে রাখার ফলে যাতায়াতে আরও বেশি বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বান্দরবান রাস্তার মাথা হতে কেরানীহাট কাঁচাবাজার পর্যন্ত এলাকায় মহাসড়কের উপর বিভিন্ন স্ক্রাব দোকানের মালামাল বড় বড় বস্তা ভর্তি করে সড়কের পাশে গাড়ি পার্কিংয়ের জায়গায় স্তুপ করে রাখার দৃশ্য দেখা গেছে। এছাড়াও এই সড়ক দিয়ে এস.আলম, ঢাকা থেকে বিভিন্ন কোম্পানির গাড়ি এবং চট্টগ্রাম থেকে বিভিন্ন কোম্পানির স্পেশাল সার্ভিস বাস, পণ্যবাহী ট্রাক, মিনিট্রাক, সিএনজিচালিত অটোরিকশাসহ হাজার হাজার গাড়ি চলাচল করে থাকে। তাছাড়া প্রতিনিয়ত ঘটে সড়ক দুর্ঘটনা। তাছাড়া হতাহতের ঘটনাও কম নয়।
সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, উল্লেখিত স্পটগুলোতে সড়কটির দুইপাশে ব্যাটারিচালিত শত শত টমটম, অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা অবৈধভাবে পার্কিং করে রাখার দৃশ্য। বিশেষ করে কেরানিহাট হাট-বাজার বার রবি ও বুধবার শহর থেকে বাড়িতে আসা যাত্রী বৃহস্পতিবার ও শুক্রবার আসলেই ওইসব অবৈধ পার্কিংয়ের ও রাস্তার উপর অবৈধভাবে দোকান বসিয়ে ব্যবসা পরিচালনাকারীদের কারণে ঘন্টার পর ঘন্টা লেগে থাকে তীব্র যানজট। চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও জনসাধারণকে। আসলে সাতকানিয়া এলাকায় কোন ধরনের নির্দিষ্ট সরকারিভাবে অথবা বেসরকারিভাবে কোন বাস টার্মিনালের ব্যবস্থা না থাকার কারণে রাতে বিভিন্ন গাড়ি যেমন- বাস, মিনিবাস, ট্রাক, মিনিট্রাক, নোহা গাড়ি পার্কিং করে চলে যায়।
সাধারণ যাত্রী ও জনসাধারণের দাবি, সামনে ঘনিয়ে আসছে পবিত্র ঈদুল ফিতরের দিন। ঈদকে ঘিরে একদিকে যানজটে ভোগান্তি, অপরদিকে কিছু অসাধু শ্রেণির সিএনজি চালকরা যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় প্রবণতাও বাড়িয়ে দেয়। এতে যাত্রীদের ভোগান্তির অন্ত থাকে না। ঈদের আগে প্রধান সড়কে যানজট নিরসন করতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সড়কের উপর থেকে সিএনজি, টমটম ও অটোরিকশা, বাস, মিনিবাস, ট্রাক, মিনিট্রাক, হাইয়েস, কার, নোহা, অবৈধ পার্কিং সরানোসহ যাত্রী হয়রানি ও সড়কে ভোগান্তি দূর করতে প্রশাসনের হস্তক্ষেপ ও নজরদারি কামনা করেন যাত্রীমহল, স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ।
প্রধান সড়কটি এমনিতেই সরু। এরই মধ্যে ব্যাটারিচালিত টমটম, অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশার হিড়িক ও যত্রতত্রে অবৈধ পার্কিংয়ের কারণে দিনদিন যানজট বেড়ে যাওয়ায় সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা আইনি ব্যবস্থা গ্রহণ করে অবৈধ পার্কিং এবং অবৈধ দোকান অপসারণ করে সাধারণ জনগণকে এ দুর্ভোগ থেকে রক্ষা করতে পারে।