কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটা শ্রীশ্রী রাধা কৃষ্ণ মন্দিরে জমকালোর অনুষ্ঠানের মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল ৪ টার দিকে মন্দির মাঠে সনাতন ধর্মালম্বী অনুসারী শত শত নারী পুরুষ বয় বৃদ্ধ রথযাত্রায় মিলিত হয়ে। শ্রী গৌর চক্রবর্তী ভক্তিবৃদু দাস পুরোহিতের নেতৃত্বে জগন্নাথ রথযাত্রা জগদীশ ভগবানকে নিয়ে মন্দির মাঠে তিনটি চক্কর দেন। ঘন্টা ব্যাপী এই রথযাত্রা দেখার জন্য আগত পর্রযটকরা জড়ো হয় এক নজর দেখার জন্য । এসময় উপস্থিত ছিলেন ওই মন্দিরের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নিহাররঞ্জন মন্ডল, সাংগঠনিক সম্পাদক মিহির কান্তি চৌধুরী নয়ন সহ অনন্য ভক্ত বৃন্দ। পুরোহিত বলেন ভগবান জগদীশ মানব কল্যানে ভক্ত বা (মাসির)বাড়িতে এই সময় বেড়াতে যান। এ উদ্দেশ্য করে সমস্ত ভক্ত বৃন্দ আনন্দ উল্লাসে মেতে উঠেন। এরই ধারাবাহিকতায় এই রথযাত্রা উৎসব।