কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:-“পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে ” এই প্রতিপাদ্য নিয়ে বিডি ক্লিন বরিশাল বিভাগের সকল ইউনিটের সমন্বয় কুয়াকাটা সমুদ্র সৈকত পরিস্কার পরিচ্ছন্ন অভিযান চালানো হয়। শনিবার (৭ ডিসেম্বর) বেলা ১১ টায় কুয়াকাটা সমুদ্র সৈকতে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, বিডি ক্লিন এর পরিস্কার পরিচ্ছন্ন অভিযান এর শুভ উদ্বোধন করেন এবং শপথ বাক্য পাঠ করান।।
এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি, রুমান ইমতিয়াজ তুষার, সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, সাবেক সাধারণ সম্পাদক, কাজী সাঈদসহ বিডি ক্লিন বরিশাল বিভাগের সকল ইউনিটের সমন্বয়ক এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা।
বিডি ক্লিন বরিশাল বিভাগের সমন্বয়ক জায়েদ ইরফান বলেন, কুয়াকাটা সমুদ্র সৈকত পরিচ্ছন্ন অভিযানের জন্য আমরা বরিশাল থেকে কুয়াকাটায় এসেছি কুয়াকাটা টিমের সমন্বয় কাজ করার জন্য । সাগরকন্যা কুয়াকাটা সারা বিশ্বের কাছে অন্যতম একটি পর্যটন কেন্দ্র। আমরা বিডি ক্লিন বরিশাল বিভাগের সকল ইউনিটের সমন্বয়ক এখানে অংশ গ্রহণ করেছি। বরিশাল, পটুয়াখালী, বরগুনা, কলাপাড়া, কুয়াকাটার টিমের সমন্বয় আজকের এই কর্মসূচি। কলাপাড়া উপজেলা প্রশাসনের আয়োজন বিডি ক্লিন এর এই পরিস্কার পরিচ্ছন্ন অভিযান।
পটুয়াখালী জেলার উপ-সমন্বয়ক মোঃ রাকায়েত হোসেন বলেন, আমাদের মূল লক্ষ্য পর্যটকদের কাছে একটি পরিস্কার পরিচ্ছন্ন সৈকত উপহার দেয়া এবং আমাদের এই পরিচ্ছন্ন অভিযান এর মাধ্যমে সকল এর কাছে একটি মেসেজ পৌঁছে দেয়া আজকে আমরা যেমন পরিস্কার পরিচ্ছন্ন করছি তেমনি তাদের ও দায়িত্ব রয়েছে এটিকে ধরে রাখার। কোন ভাবেই সৈকতে প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, পলিথিন না ফেলা। আমাদের এই অভিযান দুপুর পর্যন্ত চলবে। আমরা আশাকরি আমাদের এই কার্যক্রম দেখে স্থানীয় যে সমস্ত সামাজিক সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী সংগঠন রয়েছে তারও কুয়াকাটা সমুদ্র সৈকত পরিস্কার পরিচ্ছন্ন কাজে উৎসাহীত হবে।
বিডি ক্লিন কুয়াকাটা ইউনিটের সমন্বয়ক, আসাদুজ্জামান মিরাজ বলেন, কুায়াকাটায় আজকে যে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান শুরু হয়েছে এর ধারাবাহিকতা ধরে রাখতে কুয়াকাটা ইউনিটের আরো বড়ো পরিসরে কাজ করার ইচ্ছে রয়েছে। বরিশাল বিভাগের সকল ইউনিটের সমন্বয়কসহ সকল সদস্যদের ধন্যবাদ জানাই কুয়াকাটা টিমের পক্ষ থেকে আজকের এই পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে অংশ গ্রহণ করার জন্য ।