কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার চতুর্থ শ্রেণির কর্মচারী মোঃ শাহজালাল (৪৭) এর মৃত্যুতে ভবিষ্যৎ তহবিলের (আনুতোষিক) ৮ লাখ ৩১ হাজার ৩৫৮ টাকার মৃত্যু চেক হস্তান্তর করেন কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার। গত সোমবার বিকেলে মৃত জালাল হাওলাদারের স্ত্রী মোসাম্মৎ ইসরাত জাহান লাভলীর হাতে মৃত্যু দাবির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এসময় তার পরিবারের সদস্যরা সাথে ছিলেন। এসময় অন্যান্যদেও মধ্যে আরও উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভার সচিব মোঃ হুমায়ূন কবির, প্রধান হিসাবরক্ষক মোঃ আনোয়ার হোসাইন গাজী, নিম্নমান সহকারী জয়দেব গয়ালী প্রমুখ।
কুয়াকাটা পৌরসভা সূত্রে জানা গেছে, কুয়াকাটা পৌরসভার চতুর্থ শ্রেণির কর্মচারী মোঃ জালাল হাওলাদার স্টমাক ক্যানসারে ভুগছিলেন। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় ২০২২ সালের ২৪ জুলাই তিনি মারা যান। পৌরসভার কর্মচারী বিধিমালা ১৯৮৮ মোতাবেক (ভবিষ্যৎ তহবিল এবং আনুতোষিক) থেকে এ মৃত্যু তহবিল চেক হস্তান্তর করা হয়।