কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটায় মাসব্যাপী পর্যটন মেলা-২০২৫ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টায় পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন পর্যটন মেলার উদ্বোধন করেন। কুয়াকাটা প্রেসক্লাব ও ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) যৌথভাবে এ মেলার আয়োজন করে। এতে সার্বিক সহযোগিতা করেন পটুয়াখালী জেলা প্রশাসন।
কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম, কুয়াকাটা সেনা ক্যাম্পের আর্টিলারি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাবাব আহমেদ শিবলী, কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আঃ আজিজ মুসুল্লি, কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন সভাপতি এম এ মোতালেব শরীফ, জামায়াতে ইসলামী বাংলাদেশ’র কুয়াকাটা শাখার সাবেক আমির মাওলানা মাঈনুল ইসলাম মান্নান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পৌর শাখার সভাপতি মোঃ ফজলুল হক খান প্রমুখ।
এ পর্যটন মেলা চলবে মাসব্যাপী। মেলায় দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা পণ্য সামগ্রীর পসরা নিয়ে আসতে শুরু করেছে। এছাড়াও মেলায় মাস জুড়ে দেশের বরণ্য শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেলার বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে দি নিউ রাজধানী সার্কাসসহ বিভিন্ন ধরনের রাইড।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, কুয়াকাটা পর্যটনকে প্রমোট করতে এই পর্যটন মেলার আয়োজন করা হয়েছে।