কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কুয়াকাটায় সংরক্ষিত বন ও বনপ্রজা বিষয়ক সমস্যা এবং সমাধানে করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) বরিশাল অঞ্চলিক অফিসের আয়োজনে রিজার্ভ ফরেস্ট এলাকায় রবিবার বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়। বনপ্রজা গনেশ চন্দ্র মিস্রির সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) বরিশাল বিভাগীয় সমন্নয়কারী লিংকন বায়েন, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আনোয়ার হোসেন আনু প্রমুখ। এসময় রিজার্ভ ফরেস্ট এলাকায় বসবাসরত অর্ধ শতাধিক বনপ্রজা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বনপ্রজারা বলেন্, আমরা প্রায় সত্তর বছর ধরে বনপ্রজারা পটুয়াখালী জেলার কুয়াকাটা, কলাপাড়া, রাঙ্গাবালী, আমতলী,তালতলী সহ উপকূলীয় এলাকায় বন সৃজন করে আসছি। আমাদের বাড়িঘর নির্মাণ ও চাষাবাদ করার জন্য চার একর করে জমি দেয়। কক্সবাজারের কুতুবদিয়া এলাকা থেকে তাদের বন সৃজনের জন্য ৩৩ টি পরিবারকে কুয়াকাটায় নিয়ে আসা হয়। ৩৩ পরিবার থেকে তারা এখন ৮৩ পরিবার হয়েছে। ৭০ বছর পর আমাদের কে অবৈধ আখ্যা দিয়ে উচ্ছেদের পায়তারায় মরিয়া হয়ে উঠেছে বন বিভাগ। কয়েকবার নোটিশও দেয়া হয়। মতবিনিময় সভায় উপস্থিত বনপ্রজারা দাবি জানান, তাদেরকে স্ব-স্থানে বসবাসের সুযোগ সহ বনপ্রজা হিসেবে স্বীকৃতি দেয়া হোক।