কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:- কুয়াকাটায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে মতবিনিময়য়ের মধ্যদিয়ে কাজে ফিরেছে ট্যুরিস্ট পুলিশ। গত শুক্রবার বিকেলে হোটেল গ্রেভার ইন ইন্টারন্যাশনালের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার আনসার উদ্দিন। পর্যটন নগরী কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশের কর্মে ফেরা এবং সার্বিক নিরাপত্তা ও সেবা প্রদানে সকলে মিলে মিশে কুয়াকাটা গড়তে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
ট্যুরিস্ট পুলিশের এসপি বলেন, এখন থেকে পর্যটকদের জন্য শতভাগ নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে।
এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আবদুল আজিজ মুসুল্লী, সাধারণ সম্পাদক মতিউর রহমান, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা টোয়াক প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুয়াকাটা প্রতিনিধি মোহাম্মদ মহিম, মো. ইমরান হোসেন, শহিদুল ইসলাম সৈকত, জামায়েত ইসলামী কুয়াকাটার আমির মাওলানা মাঈনুল ইসলাম মন্নান, ইসলামি শাসনতন্ত্র আন্দোলন কুয়াকাটা পৌরসভার সভাপতি নুর ইসলাম মুসুল্লি, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির, মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন তালুকদার,নৌ পুলিশ ইনচার্জ দেলোয়ার হোসেন প্রমুখ।
কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আবদুল আজিজ মুসুল্লি বলেন, কুয়াকাটাতে নির্বিঘ্নে পর্যটকদের বিচরণ রাখতে যত ধরনের সহযোগিতা দরকার তা বিএনপি করবে কিন্তু বিএনপির নাম ভাঙ্গিয়ে যদি কেউ চাঁদাবাজি করে তাঁদেরকে প্রতিহত করা হবে।