নুরুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম সদর উপজেলায় ভূমিদস্যু চাচা আপন মৃত ছোট ভাইয়ের এতিম সন্তানের ভিটেমাটিসহ প্রায় ২ একর আবাদী জমি দখল করে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। এই ঘটনা ঘটেছে ঘোগাদহ ইউনিয়নের সোবনদান মৌজার কাচিচর গ্রামে। জানা যায়, সোবনদাহ মৌজার কাচিচর গ্রামের মৃত: আজিত উল্ল্যা ব্যাপারীর দুই পুত্র ফজল উদ্দিন ও ফজদ্দি মামুদ তারা উভয়েই পৈত্রিক সূত্রে ২ একর করে জমি পায়। হঠাৎ করে নাবালক ২টি সন্তান রেখে ফজল উদ্দিন মারা যায়। এই সুযোগে তার স্ত্রী সুফিয়াকে ফজদ্দি মামুদ বাড়ি থেকে তাড়িয়ে দেয়। শোকে পিতার বাড়িতে গিয়ে বিধবা সুফিয়া মারা যায়। আর কেউ প্রতিবাদ করার না থাকায় পথের কাটা শিশু ভাতিজাদ্বয়কে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে ফজদ্দি মামুদ। কিন্তু ঐ গ্রামের একজন বিধবা এতিম সন্তান দুটিকে বাঁচিয়ে নানার বাড়িতে পাঠিয়ে দেয়। এদের মধ্যে রোগে শোকে একটি সন্তান শফিকুল প্রতিবন্ধী হয়ে যায়। অন্য সন্তানটি রফিকুল ১৮ বছর পর নিজের পৈত্রিক ভিটায় ফিরে আসলে ফজদ্দি মামুদ ও তার ছেলেরা তাকে প্রাণ নাশের হুমকি দেয়। গ্রামবাসীর সহযোগিতায় রফিকুল বেঁচে যায়। এস.এ ও আর.এস রেকর্ড অনুযায়ী ২ একর জমির মালিক রফিকুলের পিতা মৃত: ফজল উদ্দিন। কিন্তু ভূমিদস্যু লোভী ফজদ্দি মামুদ কোন শালিস বিচার না মেনে এতিম ভাতিজার সম্পত্তি দখল করে ভোগ করছে। সমাজের সুধীজন ও প্রশাসনের নিকট জমি উদ্ধারের জন্য হস্তক্ষেপ কামনা করছে রফিকুল।