মোঃ আব্দুল কুদ্দুস, কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুর পৌরসভার পুরাতন বাসস্ট্যান্ড বাজারের গার্মেন্টস ব্যবসায়ী শরিফুল ইসলাম বাবু (৩০) নিখোঁজের ৪ দিন অতিক্রান্ত হলেও খোঁজ মেলেনি। নিখোঁজের দিন রাতে বাবু তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাজারের উজ্বল মিষ্টান্ন ভান্ডাারের কাছে গিয়ে শাড়ীর দাম ৬/৭ হাজার টাকা উল্লেখ করে মুঠোফোনে কার সাথে যেন কথা বলছিলেন। এমন দাবি ওই হোটেলের এক কর্মচারীর। নিখোঁজ বাবুর পিতা আলাউদ্দিনের দুই স্ত্রীর ঘরে ৪ পুত্র সন্তান রয়েছে। তবে প্রথম স্ত্রীকে তিনি অনেক আগেই ডিভোর্স দিয়েছেন। সেই ঘরের ছেলে তারিকুলইসলাম (৩৫) নামের এক পুত্র সন্তান। তারিকুল পেশায় কাঁচামাল ব্যবসায়ী। হাটে হাটেই সে কাঁচামালের ব্যবসা করে। ২য় স্ত্রীর ঘরেরয়েছে ৩ পুত্র সন্তান। বাবু এই পক্ষের বড় সন্তান। মেজ ছেলের নাম শাহাবুল (২৫)। শাহাবুল ৬ বছরধরে সিঙ্গগাপুর প্রবাসী এবং ছোট ছেলে মাহাবুল (২২) সেও ৩ বছর ধরে সিঙ্গাপুরে থাকে। নিখোঁজের ৪ দিন অতিবাহিত হয়ে গেলেও তার সন্ধান না পাওয়ায় সে কি নিখোঁজ নাকি তাকে অপহরণ করা হয়েছে এ নিয়েও গুঞ্জন চলছে।