কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে কুষ্টিয়া রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের উদ্যোগে এবং কাতার রেড ক্রিসেন্টের সহযোগিতায় জেলার বিভিন্ন উপজেলা এবং পৌরসভার অন্তর্গত অসহায় দরিদ্র শীতার্ত ৩০০ পরিবারের মাঝে পরিবার প্রতি ১টি করে সর্বমোট ৩০০টি কম্বল বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অসহায়, গরীব ও দরিদ্র মানুষের হাতে শীত নিবারণের জন্য কম্বলগুলো তুলে দেন কুষ্টিয়া ইউনিটের চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ সদর উদ্দিন খান। এসময় উপস্থিত ছিলেন ইউনিটের সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ব্যবস্থাপনা পর্ষদ সদস্য মোঃ আজগর আলী, সাজেদা হোসেন, আব্দুল লতিফ, আব্দুর রাজ্জাক, সেলিম আহমেদ, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলুসহ যুব রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট অফিসার সাঈদ মোঃ শামীম রহমান।