মোঃ আব্দুল কুদ্দুস, কুষ্টিয়া প্রতিনিধি
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গত ১১ আগস্ট বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার গোড়দহ গ্রামস্থ খোনকার মোড় ওমর আলী শেখ এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর একটি মাদক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১ কেজি গাঁজাসহ ২ আসামী মোঃ জিয়ারুল (৩৭), পিতা-জান মোহাম্মদ ও মোঃ রাকিবুল ইসলাম (২৫), পিতা-আঃ রহিম, উভয় সাং- গোড়দহ, থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়া গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুষ্টিয়া জেলা রমিরপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়কে মিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।