মোঃ আব্দুল কুদ্দুস, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় র্যাবের অভিযানে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ সাইফুল ইসলাম (৫৮) গ্রেপ্তার হয়েছে। গতকাল সোমবার সকাল ৭টায় কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার তাজপুর গ্রামে আত্মগোপনে থাকাবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। সে দৌলতপুর থানার বৈরাগীরচর গ্রামের মৃত মেছের উদ্দিন সরদারের ছেলে।
গতকাল সোমবার র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ২০১২ সালের ১৭ অক্টোবর র্যাব-৪, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানার গাজীরচর মুন্সিপাড়া জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর হতে মোঃ সাইফুল ইসলামের নিকট থাকা ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে ঢাকা জেলার আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। এই মামলার বিচারিক কার্য শেষে ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দেউলিয়া বিষয়ক আদালতের বিচারক আসামিকে যাবজ্জীবন সাজাপ্রদান করে রায় প্রদান করেন। পরে পলাতক এই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তারের ব্যাপারে র্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় র্যাব-৩ এর জঙ্গী সেলের সহযোগিতায় র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি মোঃ গোলাম ফারুকের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গতকাল সোমবার সকালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ সাইফুল ইসলামকে দৌলতপুর থানার তাজপুর গ্রামে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামীকে কুষ্টিয়ার দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।