কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত হয়েছে। ‘ম্লান করলে রাতের আলো, পাখিরা থাকবে আরো ভালো”- এই শ্লোগান নিয়ে গতকাল শনিবার সকাল ১০টায় কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর জোড়া বটতলা পদ্মা নদীর ধারে পরিযায়ী পাখি সংরক্ষণে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের সহযোগিতায় এবং কিচিরমিচির বার্ড ক্লাবের আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কিচিরমিচির বার্ড ক্লাবের সভাপতি আবু তাহের। ফারিহা ইকবালের সঞ্চালনায় কর্মসূচির আলোচনা সভায় বক্তব্য রাখেন হরিপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য সেলিম উদ্দিন বিশ্বাস, ২নং ওয়ার্ড সদস্য সেলিম উদ্দিন, বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের প্রতিনিধি এস আই সোহেল, মেহেরপুর বার্ড ক্লাবের সভাপতি এমএ মুহিত, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মোফরাদ হোসেন অলিন্দ ও সনানন্দ মন্ডল প্রমুখ। সভায় পরিযায়ী পাখি ও সাধারণ পাখি শিকার বন্ধের জন্য নানা দিক নিয়ে আলোচনা করা হয়।