মোঃ আব্দুল কুদ্দুস, কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুর ও ভেড়ামারায় পৃথক দুটি এলাকায় বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। তারা হলেন- জেলার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রামের জবেদ আলীর ছেলে জাহাঙ্গীর (৪৫) ও জেলার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর গ্রামের ফজলু মাতবরের ছেলে আশরাফুল (৪০)। গতকাল মঙ্গলবার সকালে বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন জেলার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রামের জিহির উদ্দিনের মেয়ে স্কুলছাত্রী জুলিয়া (১৮)। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। জুলিয়া জাস্টিস আবু জাফর সিদ্দিকী টেকনিক্যাল ইন্সটিটিউটের নবম শ্রেণীর ছাত্রী।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ও ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, মঙ্গলবার সকালে বজ্রবৃষ্টি শুরু হয়। এসময় জাহাঙ্গীর তার ক্ষেতে কৃষিকাজ করছিলেন। বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে একই সময় আশরাফুল ভেড়ামারা গঙ্গা-কপোতাক্ষ সেচ পাম্প এলাকায় মাছ ধরতে গিয়েছিলেন। এসময় বজ্রপাতের ঘটনা ঘটলে তার মৃত্যু হয়। এদিকে জেলায় বজ্রপাতের ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালসহ জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে।