আব্দুল কুদ্দুস, কুষ্টিয়া প্রতিনিধি
“মুজিববর্ষের অঙ্গীকার কৃষি হবে দুর্বার” -এই শ্লে¬াগানকে সামনে রেখে কুষ্টিয়ায় নিরাপদ সবজি ও কৃষক বাজারের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বিপণন অধিদপ্তরের আয়োজনে পাবলিক লাইব্রেরী মাঠে নিরাপদ সবজি ও কৃষক বাজারের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আসলাম হোসেন। এসময় কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ খামার বাড়ির উপ-পরিচালক কৃষিবিদ শ্যামল কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুৎফুন নাহার, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, সদর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, সদর উপজেলা কৃষি অফিসার বিষ্ণু পদ সাহা ও শতাধিক কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, কৃষক যাতে তার উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পায় সেজন্য কৃষক সরাসরি ক্ষেত থেকে বিষমুক্ত নিরাপদ সবজি এনে এ বাজারে বিক্রি করতে পারে সেই লক্ষ্যে কৃষক বাজার বসানো হলো। এক্ষেত্রে কৃষক ভোক্তা দুজনই লাভবান হবেন। বাজার চলবে সপ্তাহে দুইদিন প্রতি শুক্র ও শনিবার।