কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার দুইজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের রানাখড়িয়া কদমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন। নিহত তানিয়া আক্তার (৩২) ভেড়ামারা উপজেলার গোপিনাথপুর গ্রামের আবুল কালামের মেয়ে। নিহত পুরুষ সিএনজি যাত্রীর পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে একটি সিএনজিচালিত অটোরিকশা কুষ্টিয়া থেকে যাত্রী নিয়ে ভেড়ামারা উপজেলার দিকে যাচ্ছিল। ট্রাকটি পাবনা থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার রানাখড়িয়া কদমতলা এলাকায় ট্রাকের চাকা পাংচার হলে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। চালক ও এক যাত্রীকে গুরুতর আহতাবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
এ ব্যাপারে কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় পর ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।