কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী-কর্মকর্তারা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। গতকাল শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কুষ্টিয়া চিনিকলের প্রধান গেটের সামনে বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের অধীনে কুষ্টিয়া চিনিকলের অবসরপ্রাপ্ত ২শত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের গ্র্যাচুইটি ও অন্যান্য পাওনাদি ১৫ কোটি টাকা আদায়ের দাবিতে কুষ্টিয়া চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতি এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। কুষ্টিয়া চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি মোঃ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, সহ-সভাপতি শাজাহান আলী, আবুল কালাম প্রমুখ। এসময় সমিতির ১১ সদস্য বিশিষ্ট এ্যাডহক কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তারা কুষ্টিয়া সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং কুষ্টিয়া জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। অপরদিক চিনিশিল্প ভবন ও শিল্প মন্ত্রণালয় প্রাঙ্গণে আগামী মঙ্গলবার সকাল ৯টা হতে বিকাল ৩টা পর্যন্ত বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদান এবং বুধবার অবস্থান গ্রহণ ও প্রতীকী অনশন করা হবে বলে সমাবেশে নেতৃবৃন্দ জানান।