কুমিল্লা প্রতিনিধি
নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর পৃথক দুইটি আভিযানিক দল মঙ্গলবার কুমিল্লা সদর উপজেলার দূর্গাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ বোতল ফেন্সিডিলসহ দুইজন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। অপরদিকে বুধবার সকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কোর্টবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রাইভেট কারে করে লুকিয়ে মাদক পরিবহনের সময় ৫০১ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো – কুমিল্লা সদর চৌয়ারা বাজার রায়পুর, ২৯ নং ওয়ার্ডের আল হেলালের স্ত্রী মোসাঃ তাসলিমা বেগম (৩০) ও একই জেলার বুড়িচং থানার বাঘশিমুল গ্রামের মোঃ শাহিনের স্ত্রী মোসাঃ নাজমা আক্তার (৩০) এবং নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার সোনামুই গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে সাইদুর ইসলাম (৩৫)।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত প্রাইভেটকারে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানা ও কুমিল্লা কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।