কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-১৫ মার্চ ২০২৫ উপলক্ষে কিশোরগঞ্জ জেলা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার জেলা সিভিল সার্জনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
জেলা সিভিল সার্জন ডা. অভিজিত শর্মার সভাপতিত্বে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ দিদারুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাজমুল করিম, জেলা প্রেসক্লাবের সভাপতি একেএম নাসিম খান, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ।
সংবাদ সম্মেলনে সিভিল সার্জন অভিজিত শর্মা জানান, জেলার ১৩টি উপজেলায় এ বছর ৫ লাখ ১৫ হাজার ৮৫৬ জন শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু রয়েছে ৬০ হাজার ৮৪৩ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু রয়েছে চার লাখ ৫৫ হাজার ১৩ জন।
সিভিল সার্জন আরও জানান, ভিটামিন-এ শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। এছাড়াও অন্য কোন সমস্যা না থাকলে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খেয়ে কোন শিশু মৃত্যুবরণ করে না। তাই নির্ভয়ে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান করেন।
ডেপুটি সিভিল সার্জন মো. দিদারুল ইসলাম জানান, ১৫ মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের সমন্বয়ে মাঠ পর্যায়ে ২ হাজার ৯৩৪টি কেন্দ্রে ১ হাজার ৫০৭ জন জনবল কাজ করবেন। এর মধ্যে স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের সমন্বয়ে ১ম সারির ৩ শত ৮২ জন তত্ত্বাবধায়ক কাজ করবেন।