কিশোরগঞ্জ প্রতিনিধি
জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব), কিশোরগঞ্জ জেলা সান বিজনেস নেটওয়ার্ক এর সহযোগিতায় ৬ ডিসেম্ভর ২০২১ খ্রিঃ থেকে ০৮ ডিসেম্ভর ২০২১ খ্রিঃ পর্যন্ত ৩ দিনব্যাপী “ একক, ক্ষুদ্র ও মাঝারী খাদ্য উৎপাদক ও ব্যবসায়ীদের জন্য পুষ্টি, খাদ্য নিরাপত্তা এবং ব্যবসা উন্নয়ন” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। কর্মশালার প্রথম দিন ০৬ ডিসেম্বর ২০২১ তারিখ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা এড. মোঃ জিল্লুর রহমান, চেয়ারম্যান, জেলা পরিষদ, কিশোরগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও নাসিব কেন্দ্রিয় পরিচালনা পর্ষদের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান বেলাল; অগ্রনী এগ্রো ফার্ম লিমিটেড এর চেয়ারম্যান এড. মোঃ শাহজাহান; জেলা প্রেসক্লাব এর সভাপতি মোঃ মোস্তফা কামাল; চেম্বারের সহ-সভাপতি ইকবাল আহম্মেদ চৌধুরী অপু এবং চেম্বার ও কেন্দ্রিয় নাসিবের পরিচালক খলিলুজ জামান। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাসিব কিশোরগঞ্জ জেলা সভাপতি শেখ ফরিদ আহম্মদ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রশিক্ষণ কর্মশালার পরিচালক ও তত্ত্বাবধায়ক নাসিব কিশোরগঞ্জ জেলার সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন। প্রশিক্ষণে নারী-পুরুষসহ মোট ৩১ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেছেন সান বিজনেস নেটওয়ার্কের প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ হেমায়েত হোসেন এবং তাকে সহযোগিতা করেন প্রশিক্ষক মৌসুমী এনি ও মাইশা আক্তার।