কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার ৫নং চাঁদখানা ইউনিয়নের উত্তর চাঁদখানা ডোঙ্গা গ্রামে জোরপূর্বক জমি দখলের পায়তারা করে আসছে একই গ্রামের কিছু ভূমিদস্যু। লাঠির জোর দেখিয়ে একই গ্রামের আব্দুল মান্নানের পৈতৃক সূত্রে প্রাপ্ত ৬ শতাংশ বসতবাড়ীর জমি দখলের পায়তারা করছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, ২১৫৩ দাগে আব্দুল মান্নান পৈতৃক সূত্রে ৬ শতাংশ জমির উপর তার বাড়ী ছিল। এখন সেখান থেকে রাস্তার পশ্চিম দিকে নতুন করে বাড়ী করেছেন আব্দুল মান্নান। এ বিষয়ে ঐ ওয়ার্ডের মেম্বার কেরামত আলীসহ আরো কয়েকজনকে জিজ্ঞাসা করলে তারা সকলে বলেন যে, সেখানে আব্দুল মান্নানের বসতভিটা ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক ঐ এলাকার কিছু মহিলাও বলেন, ঐ জমিতে আব্দুল মান্নানের বাবা ও তিনি বাড়ী করেছিলেন। পড়ে তারা জমি কিনে রাস্তার পশ্চিম দিকে নতুন করে বাড়ী তৈরি করেছে।
চলতি বছরের ২৩/০১/২২ইং তারিখে আব্দুল মান্নান ঐ জমির খাজনাও দিয়েছেন চাঁদখানা তহসিলদার অফিসে। জমির জে এল নং- ২৬, খতিয়ান এস এ নং-১৬৯৫, বি এস, ৬৮৪, দাগ নং-২১৫৩, বি এস-৩৭০৬ ও মোট ১০ শতাংশ জমির মধ্যে ৬ শতাংশের মালিক আব্দুল মান্নন। কিন্তু কিছু ভূমিদস্যু তার এ জমি দখলের জন্য বিভিন্ন পায়তারাসহ নানা ধরনের কর্মকান্ড করছে দীর্ঘদিন থেকে এবং তাদের মেরে হাসপাতালে পাঠিয়ে সেখানে টিনের চালা নির্মাণ করেছে সেই ভূমিদস্যুরা।