আন্তর্জাতিক ডেস্ক
মিশরের রাজধানী কায়রোতে একটি ছয়তলা আবাসিক ভবন ধসে পড়ার ঘটনায় আটজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও তিনজন। স্থানীয় সময় মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটেছে বলে মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে। খবর এএফপির।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসাম আবদেল গাফ্ফার এক বিবৃতিতে জানিয়েছেন, ঘটনাস্থলে নয়টি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধারে কাজ করছেন।
ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে ৩৮ বছর বয়সী ওয়ালেদ মোহাম্মদ বলেন, আমি বড় ধরনের বিস্ফোরণের শব্দে জেগে উঠেছি।
ওয়ালেদ এবং তার বেশ কয়েকজন প্রতিবেশী ওই ভবনের দিকে দৌড়ে গেলে তারা দেখেন এটি ধসে পড়েছে। তিনি বলেন, গ্যাস পাইপে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে এবং সবকিছু ধ্বংস হয়ে গেছে।
রাষ্ট্রীয় সংবাদপত্র আল-আহরাম জানিয়েছে, ১৯৬০ এর দশকে নির্মিত ভবনটি পুনরুদ্ধারের জন্য ১৯৯৩ সালে তৎকালীন জেলাপ্রধান একটি আদেশ জারি করেছিলেন। কিন্তু ওই ভবনের বাসিন্দারা এই আদেশের বিরুদ্ধে আপিল করেছিলেন এবং এটি কার্যকর করা হয়নি। এদিকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রতিবেশী ভবনগুলো থেকে এরই মধ্যে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।
১৯ এবং ২০ শতাব্দীর প্রথম দিকে নির্মিত মধ্য কায়রোর বহু সংখ্যক ভবন এখনও পুনরুদ্ধার করা হয়নি। বৃহত্তর কায়রোতে ২৬ মিলিয়নেরও বেশি লোকের আবাসস্থল। গত কয়েক বছরে সেখানে বেশ কিছু ভবন ধসে পড়েছে।