কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: কাহারোলে এবার আমন ধানের ফলন ভালো ও দাম ভালো পেয়ে নতুন উদ্যেমে চলতি মৌসুমের বোরো ধানের চাষাবাদের প্রস্থতি শুরু করেছেন ধানের উপজেলা হিসেবে পরিচিত দিনাজপুরের কাহারোল উপজেলার কৃষকেরা। উপজেলার অধিকাংশ কৃষকেরা ইতোমধ্যে সম্পন্ন করেছে বীজতলা তৈরির কাজ। তবে আবহাওয়া অনুকূলে থাকলে আমন ধানের চাষাবাদের মতো চলতি মৌসুমে বোরো ধানেরও ভালো ফলনের আশা করছেন উপজেলার কৃষি বিভাগ। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আসন্ন বা চলতি বোরো মৌসুমে অত্র উপজেলার ছয়টি ইউনিয়নে ৫ হাজার ৫ শত ৫০ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। এর জন্য ২ শত ৭৮ হেক্টর জমিতে বীজতলা নির্ধারণ করা হয়েছে। দেখা গেছে ইতোমধ্যে এ অঞ্চলের কৃষকরা প্রায় ২ থেকে ৩ সপ্তাহ পূর্বে থেকেই বীজতলা তৈরির কাজ সম্পন্ন করতে দেখা যায়। রোববার পর্র্যন্ত প্রায় ২শত ৪০ হেক্টর জমিতে বীজতলা তৈরির জন্য বীজ বপন করেছেন। বর্তমানে ভালো আবহাওয়া বিরাজ করছে তাই বীজতলা তৈরির জন্য অনুকূলে। এইরুপ আবহাওয়া বিরাজ করলেও কৃষকরা ভালো ভাবেই বীজতলা তৈরি করতে পারবেন। এমন আবহাওয়া বোরো ধান চাষের জন্য বেশ উপযোগী। সেই ক্ষেত্রে আমন ধানের মতো বোরো ধানেরও ভালো ফলনের আশাবাদ ব্যক্ত করেছেন অনেক বোরো ধান চাষী। রোববার উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখা গেছে, আমন ধান কাটা-মাড়ায়ের পর এখন বোরো ধান চাষাবাদের প্রস্তুতি হিসেবে বীজতলা তৈরির কাজে ব্যস্ত রয়েছেন কৃষকরা। উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ঈশানপুর গ্রামের কৃষক মোঃ শামসুল আলম ও কার্ত্তিক চন্দ্র রায়সহ অনেক কৃষক জানান, আমন ধান আবাদ করে ভালো ফলন ও ভালো দাম পাওয়া গেছে, এতে বেশ লাভ ও হয়েছে। এ অবস্থা চললে কৃষি কাজ করে লোকসান গুনতে হবে না। আমাদের মতো কৃষকদেরকে বোরো ধান ও অধিক ফলনের পাশা-পাশি ভালো দাম ও পাওয়ার আশা করছেন তারা। অন্যদিকে উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের আরোক কৃষক মোঃ হবিবর রহমান জানান, গত বছরের তুলনায় এবার আমন ধানের ফলন অনেক অংশে ভালো ও বাজারে দাম ও ভালো পেয়ে বেশ খুশি হয়েছি এবং একই গ্রামের অন্য কৃষক মোঃ মতিয়ার রহমান বলেন, আগে বীজ বপন করলে বীজের চারা বেশি গজায়, রোগ-বালাইহীন ভাবে চারা দিন দিন বেড়ে ওঠে এতে বীজের অপচয় কম হয় এবং অল্প বীজে অধিক জমিতে চারা লাগানো সম্ভব হয়। এ বিষয়ে উপজেলা কৃষি অফিষার কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ জানান, ইতোমধ্যে অত্র উপজেলার ছয়টি ইউনিয়নে চলতি মৌসুমের বোরো চাষাবাদ বৃদ্ধি করার লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ও উচ্চ ফলনশীল জাতের ধানের বীজ বিতরণ করা হয়েছে। বিতরণকৃত ধান বীজের মধ্যে রয়েছে উচ্চ ফলনশীল জাতের ধান রয়েছে।
কাহারোলে ৫ হাজার ৫৫০ হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদের লক্ষ্য মাত্রা নির্ধারণ
by Newseditor
by Newseditor