কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : কাহারোলে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত বুধবার বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসন মোঃ আমিনুল ইসলাম। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ সারওয়ার মুর্শেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার মোঃ আবরার হাসনাত, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান, রামচন্দ্রপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহনেওয়াজ বাবু, কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারি শিক্ষক এবং ছাত্র-ছাত্রীরা। ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ভলিবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেটবল, টেবিল-টেনিস ছাত্র-ছাত্রী গ্রুপে এবং অ্যাথলেটিকসের ৪৯ ইভেন্টে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে।