কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের কাহারোলে ধর্ষণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলায় গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা সদরের প্রাণকেন্দ্র দশমাইল আমতলা মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আয়োজনে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। প্রতিবাদ মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মোঃ জুয়েল রানা, মোঃ নকিব আহম্মেদ, মীম আক্তার হিমু, মেহেদী হাসানসহ অন্যান্যরা।
এসময় বক্তারা অবিলম্বে সারাদেশে ধর্ষণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতা বন্ধে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান।