কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের কাহারোলে দিগন্ত জুড়ে হলুদের সমারোহে পরিণত হয়েছে। উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সরিষার মাঠ জুড়ে হলুদের সমারোহ। সকালের সূর্যের কিরণ প্রতিফলিত হবার সঙ্গে সঙ্গেই সরিষা ফুলে হেসে ওঠে চারিদিক। মধু সংগ্রহে ব্যস্ত এখন মৌমাছিরা। পড়ন্ত বিকেলে মিষ্টি রোদে সরিষার ফুলগুলো বাতাসে দোল খেতে দেখা যায়। ফুলগুলোর তাদের কলি ভেদ করে সুবাস ছড়িয়ে দিচ্ছে চারিদিকে। দেখে মনে হয়, এ যেন প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমিতে পরিণত হয়েছে।
উপজেলার বিভিন্ন এলাকায় সরিষার জমিতে গিয়ে দেখা যায়, ফুলের সৌন্দর্য উপভোগ করতে মাঠে ভিড় করছেন বিভিন্ন স্থান থেকে আসা বিভিন্ন বয়সের নারী-পুরুষ, শিশুসহ বিনোদন প্রেমীরা। সরিষা মাঠ জুড়ে ঘুরে ঘুরে দেখছেন তারা। কেউবা আবার মোবাইলে সেলফি ও ভিডিও ধারণ করছেন মনের আনন্দে।
কৃষকেরা জানান, অত্র উপজেলায় সরিষার ব্যাপক চাষাবাদ আগে থেকেই হতো। সয়াবিনের উপর নির্ভরতা বাড়ায় বর্তমানে অনেকটাই কমে গেছে সরিষার চাষাবাদ। তবুও ধান চাষের পাশাপাশি নভেম্বর-ডিসেম্বর পর্যন্ত সরিষা চাষ হয়ে থাকে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে অত্র উপজেলার ছয়টি ইউনিয়নে ১৮শত ৯০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অর্জিত ছিল ৯শত হেক্টর। ভালো সরিষা উৎপাদিত হবে বলে কৃষি বিভাগ আশা করছে।
উপজেলার তারগাঁও ইউনিয়নের কৃষক সুভাষ চন্দ্র রায় বলেন, সরিষা চাষে যে সার আমরা ব্যবহার করে থাকি, সরিষা তোলার পর সেই সার বোরো ধানে আবাদ করলে সার কম লাগে।
উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আরেক কৃষক মোঃ বাবুল হোসেন বলেন, সরিষা চাষাবাদ করলে পরবর্তীতে বোরো ধানের সারের পরিমাণ আনুপাতিক হারে কম লাগে। এবার মেঘ-বৃষ্টি না হলে আমাদের সরিষায় লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ বলেন, অল্প খরচে স্বল্প সময়ে এ ফসল ঘরে তোলা যায় এবং তেলের আমদানি নির্ভরতা কমাতে সরিষার উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে কৃষি বিভাগ। উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদেরকে সরিষা চাষের বিভিন্ন পরামর্শ দিয়ে আসছেন। স্থানীয় জাতসহ উন্নতজাতের সরিষার চাষ হয়েছে। চলতি মৌসুমে অত্র উপজেলায় ১ হাজার ৭শত জন কৃষককে সরকারিভাবে সরিষা চাষের জন্য প্রণোদনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সরিষার ফলন বৃদ্ধিতে মৌমাছি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।