গাজীপুর প্রতিনিধি:- গাজীপুরের কালীগঞ্জে সারে ৪ কেজি গাঁজাসহ ফিলিপ পাহান (৩৪) ও মুক্তা বেগম নামে দুই মাদক কারবারিকে আটক করেছেন পুলিশ। গত রোববার বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নের পিপুলিয়া এলাকায় যাত্রীবাহী এনা পরিবহন বাসে তল্লাশি চালিয়ে ওই মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারি ফিলিপ পাহান হবিগঞ্জ জেলার মাধবপুর থানার শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া এলাকার মৃত ব্রজেন্দ্র পাহানের ছেলে। মুক্তা বেগম কালীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড মুনশুরপুর টেকপাড়া এলাকায় কাউসার আলম বিন হাইয়ের বাড়ির ভাড়াটিয়া। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালীগঞ্জ থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়।
থানা সূত্রে জানা যায়, রবিবার বিকেলে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুরের সহকারী উপপরিদর্শক মাইনুল ইসলাম ও মো: ইকবাল হোসেন সংঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাগরী ইউনিয়নের পিপুলিয়া এলাকায় হোটেল রিলাক্রা এন্ড পার্টি সেন্টারের সামনে অবস্থান করেন। এই সময় ঢাকাগামী যাত্রীবাহী এনা পরিবহনের গতিরোধ করে বাসে তল্লাশি চালায়। বাসের পিছনের সিটে বসা যাত্রী ফিলিপ পাহানের দুই পায়ের মাঝ খানে ডান হাতে ধরা একটি সিনথেটিক বস্তা তল্লাশি করে পলিথিনে মোড়ানো ৮টি গাঁজার প্যাকেট পাওয়া যায়। প্রতি প্যাকেটের মধ্যে ৫শত গ্রাম গাঁজা রয়েছে। ৮টি পেকেটে মোট ৪ কেজি গাঁজা উদ্ধারসহ ফিলিপ পাহানকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালীগঞ্জ থানায় ৩(১২)২৪ নং মামলা রুজু করা হয়।
অপর দিকে গত রোববার সকালে কালীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড মুনশুরপুর টেকপাড়া এলাকায় কাউসার আলম বিন হাইয়ের বাড়ির ভাড়াটিয়া মুক্তা বেগম (৩১) এর ঘর থেকে ৫শত গ্রাম গাঁজাসহ আটক করেছেন কালীগঞ্জ থানা পুলিশ। পরে এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালীগঞ্জ থানায় ২(১২)২৪ নং মামলা রুজু করা হয়।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আলাউদ্দিন সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার ফিলিপ পাহান ও মুক্তা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা দায়ের হয়েছে। মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।