মোঃ মুক্তাদির হোসেন : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের দালান বাজারের হাসপাতালের কার্যক্রম পরিচালনা করতে যেসব প্রয়োজনীয় কাগজপত্র লাগে, তেমন কোনো ধরনের কাগজপত্র না থাকায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া এলাকায় জরিনা বেসরকারি ক্লিনিককে ৮০ হাজার টাকা জরিমানা করে হাসপাতালটিকে সিলগালা করেছেন উপজেলা প্রশাসন।
গত বুধবার বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এই জরিমানা আদায় ও হাসপাতালটি বন্ধ করে সিলগালা করে দেন। কাগজপত্র ছাড়া হাসপাতাল পরিচালনা ও অপচিকিৎসার অভিযোগে ক্লিনিকের মালিক জাকিয়া বেগমের কাছ থেকে ৮০ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ বলেন, সম্প্রতি এই ক্লিনিকে অপচিকিৎসার বিষয়ে আমার দপ্তরে একটি অভিযোগ জমা পড়ে। সেই বিষয়ে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি তাদের তদন্তে ঘটনার সত্যতা পায়। সেই পরিপ্রেক্ষিতে আজ (গত বুধবার) ওই ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়। হাসপাতালের কোনো ধরনের কাজগপত্র নেই। বেশিরভাগ ভুয়া চিকিৎসক দিয়ে হাসপাতালটি পরিচালিত হয়ে আসছে। এই কারণে হাসপাতালটি সিলগালা করে বন্ধ করে দেয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জেসিলি ঘোষ মুনমুন, বেঞ্চ সহকারী মোঃ আল-আমিন ভূইয়া প্রমুখ।