প্রকাশিত সংবাদপত্রগুলোতে প্রতিনিয়তই দেখা যায়, জলাশয়গুলো ভরাট হচ্ছে, নদী-খাল দূষণে ও দখলে বিপর্যস্ত। সেগুলো হয়ে পড়ছে মাছশূন্য। অনেক মাছ বিলুপ্তও হয়ে গেছে। দখল ও দূষণে নদী ও খালগুলো মরতে বসেছে। ২০১৭ সালের এপ্রিলে বুড়িগঙ্গায় মাত্রাতিরিক্ত দূষণ কমাতে রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প সাভারের হেমায়েতপুরে সরিয়ে নেওয়া হয়। হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প সাভারের হেমায়েতপুরে স্থানান্তর করা হলেও, তা এখন ধলেশ্বরী ও বংশী নদীসহ আশপাশের এলাকার জন্য বিপর্যয়কর হয়ে উঠেছে। সারা দেশে প্রায় হাজার হাজার শিল্পকারখানা রয়েছে। অধিকাংশ শিল্প প্রতিষ্ঠানই ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (ইটিপি) স্থাপন করেনি বা সবসময় চালু রাখে না। ফলে বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা, বালু, হালদা, কর্ণফুলী, সুরমা, রূপসা কিংবা ব্রহ্মপুত্র কোনো নদ-নদীই রেহাই পাচ্ছে না এ দূষণের হাত থেকে। প্রকাশিত সংবাদের এক এক প্রতিবেদনে দেখা যায়, বুড়িগঙ্গা নদীর ৪৩টি জায়গায় পাওয়া গেছে ১১ হাজার ৫৬৪ টন বর্জ্য। শীতলক্ষ্যার ৪৩ জায়গায় ৪৩ হাজার ১৮৩ টন, বালু নদের সাত জায়গায় দুই হাজার ১২ টন এবং তুরাগের ৩৬ জায়গায় ১৫ হাজার ৭৭১ টন বর্জ্য পাওয়া গেছে। এসব নদীতে দৈনিক ১১২ টন বর্জ্য ফেলা হয়। এইসব বর্জ্যরে বেশিরভাগ আসে ট্যানারি ও ডায়িং শিল্প থেকে। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ এলাকায় গড়ে ওঠা বিভিন্ন শিল্পকারখানা থেকে ফেলা এইসব বিষাক্ত বর্জ্য ও রাসায়নিক পদার্থ বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীর পানিতে মিশে যাচ্ছে। ওই দূষিত পানি মেঘনায় মিশছে যা পরবর্তীতে সারা দেশের নদীগুলোতে ছড়িয়ে পড়ছে। বেশিরভাগ নদী, খাল ও জলাশয়ের তলদেশে প্লাস্টিক বর্জ্যরে আস্তরণ তৈরি হয়েছে। এর ফলে পানি ঠিকমতো ভূগর্ভে প্রবেশ করতে পারে না। ভূগর্ভের পানির স্তর ক্রমেই নিচে নামছে যার ফলে দেশে ভয়াবহ ভূমিকম্পের আশঙ্কা তৈরি হচ্ছে। পাশাপাশি দূষণ ও বিষক্রিয়ায় পানিতে কমছে অক্সিজেন ও অ্যামোনিয়ামের পরিমাণ। এতে বেশি হারে মারা যাচ্ছে ছোট জাতের মাছ, পোনা ও অন্যান্য জলজ প্রাণী। এই দূষণ কমাতে কর্তৃপক্ষকে সময়োপযোগী পদক্ষেপ নিতে হবে। শিল্প-কারখানা স্থাপনের সময় বা শিল্পের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কঠোর হতে হবে। সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা না থাকলে কোনো শিল্প স্থাপনা করার অনুমোদন না দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অধিক কঠোর হতে হবে। নদী, খাল বা জলাশয়ে বর্জ্য ফেলার অসুস্থ প্রবণতা রোধ করতে হবে। শিল্প-কারখানার বর্জ্য ব্যবস্থাপনার ওপরও গুরুত্ব আরোপ করতে হবে। শিল্প কারখানাগুলো দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এসব শিল্পকারখানা পুরোপুরি বন্ধ করা যাবে না। কারখানায় বর্জ্যগুলো পরিশোধন করে তারপর তা ফেলতে হবে। পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনকে নিয়মিত কারখানা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।