কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : কাপাসিয়া কালিগঞ্জ চরসিন্দুর আঞ্চলিক সড়কের ঘিঘাট এলাকায় আধা কিলোমিটার সড়ক ভেঙে নদীতে পড়েছে। এতে নদীর তীরবর্তী সনাতন ধর্মের রবিদাস পাড়ার অন্তত ত্রিশ পরিবার বাড়িঘর নিয়ে হুমকিতে পড়েছে। টানা বৃষ্টিতে গত এক সপ্তাহে এ ভাঙন দেখা গেছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় কাপাসিয়ার রানীগঞ্জ চরসিন্দুর সড়কের ঘিঘাট এলাকায় গিয়ে এ ভাঙন দেখা গেছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের গাজীপুর উপবিভাগীয় প্রকৌশলী রায়হান খান বলেন, নদীর তীর ও বাড়িঘর ভেঙে যাচ্ছে এমন ভিডিও পেয়েছি। আমরা ব্যবস্থা নিব। একই নদীতে এমন আরো একটি ঘটনা ঘটেছিলো। আমরা বাঁধ দিয়েছি।
ঘিঘাট সংঘ মিত্র পূজামন্ডপের সহ-সভাপতি পারুল রবিদাস বলেন, এ ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে পূজামন্ডপসহ ত্রিশটি পরিবারের সব বাড়িঘর ভেঙে যাবে।
স্থানীয় নাসেরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নীপা রানী দাস জানান, আমার স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। আমার মতো এমন অনেকেই স্কুলে যেতে পারে না। সড়ক বন্ধ, স্কুলে যাব কিভাবে? বিকল্প পথ না থাকায় স্কুলে যেতে পারছি না।
তারাগঞ্জ নাসেরা গ্রামের মাসুদ আলম সরকার বলেন, এই জায়গাটা পুরোটা এখন ঝুঁকিপূর্ণ।
রানীগঞ্জ বাজার ব্যবসায়ী মোহাম্মদ পরাগ আহমেদ বলেন, নরসিংদী থেকে আমাদের মালামাল আনা নেওয়ার একমাত্র সড়ক এটি। গত শনিবার থেকে এই সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ব্যবসা স্থবির হয়ে গেছে।
তারাগঞ্জ গ্রামের মফিজা আক্তার বলেন, আমার স্বামী নাই। শুনছি, নদী ভাঙন দেখা গেছে। তাই প্রতিবেশীসহ তিন-চারজনকে নিয়ে দেখতে এসেছি। নদী ভাঙনে আমাদের অনেক অসুবিধা হবে। এছাড়া এই নদীর তীরে আমাদের ফসল। আমরা আবাদ করতে না পারলে খাব কিভাবে?
লাল মোহন রবিদাসের ছেলে গনেশ রবিদাস বলেন, আমাদের বাড়িঘর সব নদীতে যাচ্ছে। পাড় ভেঙে প্রায় ৩০ ফুট নিচে নদীতে চলে গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার লোকজন জানায়, এই নদী থেকে আগে অবৈধভাবে প্রচুর বালি উত্তোলন করে বিক্রি হতো। বছরের পর বছর এ বালি ব্যবসা হয়েছে। তাদের অবৈধ বালি ব্যবসার কারণে আজকে পাড়া মহল্লা ভেঙে যাচ্ছে।
কাপাসিয়া উপজেলার প্রকৌশলী মাইন উদ্দিন বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলজিইডির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।