কানাইঘাট (সিলেট) প্রতিনিধি : ২৫শে মার্চ গণহত্যা দিবস ও ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে সিলেটের কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল আড়াইটায় উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীর উপস্থিতিতে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সরকারি নির্দেশনা অনুযায়ী সব ধরনের অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়। প্রস্তুতি সভায় বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।
সভায় বিভিন্ন মতামত তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার, জনস্বাস্থ্য প্রকৌশলী পনিরুজ্জামান, সাতবাঁক ইউপি চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোস্তাফিদুল হক, কানাইঘাট থানার এসআই শামসুল আরেফিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নাজমুল হক, কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস শুকুর প্রমুখ।