পিরোজপুর সংবাদদাতা : কঠোর লকডাউনের প্রথম দিন পিরোজপুরের কাউখালী উপজেলার লকডাউনের পরিস্থিতি পর্যবেক্ষণে সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকরা বের হয়ে।
উপজেলার বিভিন্নস্থানে পথচারী, নিম্নআয়ের মানুষদের মাঝে মাক্স ও সাবান বিতরণ করেন। বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন কাউখালী প্রেসক্লাবের সভাপতি তারিকুল ইসলাম পান্নু, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি রিয়াদ মাহমুদ শিকদার, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক।
সাংবাদিকরা জানান লকডাউন চলাকালীন তাদের এই উদ্যোগ চলমান থাকবে। উল্লেখ্য কাউখালী প্রেসক্লাবের পক্ষ থেকে এর আগেও নিম্নআয়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছিল।