কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় দুই শিকারীর কাছ থেকে ৭টি সুন্ধি কচ্ছপ উদ্ধার করে অবমুক্ত করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা। এসময় ১টি টিয়া, ২টি শালিক ও ৩টি ঘুঘুসহ কচ্ছপ শিকারের কাজে ব্যবহৃত বল্লপ উদ্ধার করা হয়। গত সোমবার সন্ধ্যায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নেয়ামতপুর গ্রাম থেকে এসব কচ্ছপ উদ্ধার করা হয়। পরে কচ্ছপগুলো কলাপাড়া উপজেলা বনবিভাগের পুকুরে এবং পাখিগুলো মুক্ত আকাশে অবমুক্ত করা হয়। কচ্ছপ আর শিকার করবে না মর্মে মুচলেকা দিলে দুই শিকারীকে ছেড়ে দেয়া হয়।
কলাপাড়া উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুল হক মনি জানান, বন্যপ্রাণী শিকারীদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।