কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ডলফিন পরিবহন থেকে ২বস্তা কচ্ছপ উদ্ধার করে নিজামীর কোস্টগার্ড সদস্যরা।
গত বৃহস্পতিবার রাত ৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে পাখিমারা বাজার নামক স্থানে যাত্রীবাহী বাস ডলফিন যোগে ৬২টি কচ্ছপ ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশন নিজামপুর হতে কন্টিনজেন্ট কমান্ডার সেলিম পিও এর নেতৃত্বে ৬ সদস্যের একটি সেকশন অভিযান পরিচালনা করে। ওই যাত্রীবাহী ডলফিন বাসটি তল্লাশী করে ২টি বস্তায় ৬২টি অবৈধ কচ্ছপ উদ্ধার করেন তারা।
পরবর্তীতে পটুয়াখালী বন বিভাগের মহিপুর রেঞ্জের বন প্রহরী মো: ফরিদ উদ্দিনের সাথে সমন্বয় করে গত শুক্রবার বিকালে অ্যানিমেল লাভার্স ও জেলা ফিশারী কর্মকর্তার উপস্থিতে অবমুক্ত করার জন্য কচ্ছপ গুলো নিয়ে যাওয়া হয়।