মোঃ মামুন, গাইবান্ধা প্রতিনিধি
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গাইবান্ধায় মুক্ত রোভার ইউনিটের উদ্যোগে গতকাল শনিবার শহরের বিভিন্ন এলাকায় মাস্ক বিতরণ করা হয়েছে। মাধুকর মুক্ত রোভার ইউনিট ও ইয়ুথ স্টার মুক্ত রোভার ইউনিটের যৌথ উদ্যোগে এবং জেলা দোকান মালিক সমিতির সহযোগিতায় ওই মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা দোকান মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকছুদার রহমান শাহান। এসময় উপস্থিত ছিলেন জেলা রোভার সম্পাদক সহকারি অধ্যাপক ধীরেশ চক্রবর্তী উজ্জ্বল- এএলটি, জেলার রোভার নেতা তামজিদুর রহমান তুহিন, আরএসএল মারুফুল হক মারুফ, উম্মে হানী, সবুজ চক্রবর্তী, সাবেক রংপুর বিভাগীয় সিনিয়র রোভারমেট প্রতিনিধি আশিকুর রহমানসহ রোভার সদস্যরা। কার্যক্রমে একহাজার সাধারণ মানুষের মুখে মাস্ক পরিয়ে দেওয়া হয় এবং করোনার দ্বিতীয় ঢেউ সম্পর্কে সকলকে সচেতন করা হয়।