নওগাঁ সংবাদদাতা: বৃহস্পতিবার (১ জুলাই) নওগাঁ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রয়েছেন পত্নীতলা উপজেলায় দুইজন, বদলগাছী উপজেলায় একজন, রাণীনগর উপজেলায় একজন ও আত্রাই উপজেলায় একজন। এনিয়ে এই জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৮২ জনের মৃত্যু হলো।
বৃহস্পতিবার দুপুরে জেলা করোনা প্রতিরোধ কমিটির ফোকাল পারসন জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ-মোর্শেদ জানান, বুধবার (৩০ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২০৫ জনের র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৪৪ জনের ও পিসিআর ল্যাবে ১০৩টি নমুনায় ৬৬ জনসহ ১১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৫ দশমিক ৭ শতাংশ। এনিয়ে এজেলায় মোট আক্রান্ত হলেন চার হাজার ছয়শ’ জন। গত ২৪ ঘন্টায় জেলায় ৭৫ জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এপর্যন্ত মোট সুস্থ হয়েছেন তিন হাজার ২৪০ জন।
নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন সদর উপজেলায় ৪৯ জন, পত্নীতলা উপজেলায় ১৭ জন, রানীনগর উপজেলায় ১০ জন, মহাদেবপুর উপজেলায় নয়জন, আত্রাই উপজেলায় সাতজন, ধামইরহাট উপজেলায় পাঁচজন, সাপাহার উপজেলায় পাঁচজন, বদলগাছী উপজেলায় চারজন, মান্দা উপজেলায় তিনজন ও নিয়ামতপুর উপজেলায় একজন।
বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রয়েছেন এক হাজার ৩৬০ জন। তাঁদের মধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছেন ৪০। গত ২৪ ঘন্টায় নতুন করে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ৩০৬ জনকে এবং কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ২৪১ জনকে। বর্তমানে প্রাতিষ্ঠানিক ৪৭ জনসহ মোট কোয়ারেন্টাইনে রয়েছেন তিন হাজার ৮৭৮ জন।