রাজশাহী প্রতিনিধি
করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বিনামূল্যে অক্সিজেন-অ্যাম্বুলেন্স সরবরাহসহ ডাক্তারি পরামর্শের মতো বিভিন্ন সেবা নিয়ে আবারও মাঠে নামছে রাজশাহীতে স্বেচ্ছায় সেবাদানকারী সংগঠন শহিদ জামিল ব্রিগেড। শনিবার বেলা ১১টায় নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে ওয়ার্কার্স পার্টির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন জামিল ব্রিগেডের সদস্যরা। সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন শহিদ জামিল ব্রিগেডের প্রধান উপদেষ্টা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। লিখিত বক্তব্য পাঠ করেন জামিল ব্রিগেডর প্রধান সমন্বয়ক দেবাশীষ প্রামাণিক দেবু। লিখিত বক্তব্যে দেবু বলেন, আমরা মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে আজ পর্যন্ত ২২৩ দিন যাবত সক্রিয় আছি। ব্রিগেডের উদ্যোগে ৩টি অ্যাম্বুলেন্স সেবা অক্সিজেন সেবা, ডাক্তারী পরামর্শ, মাস্ক বিতরণ, খাদ্য ও ঔষধ সরবরাহ, টিকা রেজিস্ট্রেশনসহ বিভিন্ন সেবা নিশ্চিত করে আসছি। সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও আমরা ওয়ার্ডে-ওয়ার্ডে লিফলেট ও মাস্ক বিতরণ করবো। আমাদের ডাক্তারি পরিষেবা চালু থাকবে। প্রয়োজনে আমরা অক্সিজেন সেবা বৃদ্ধি করবো; যদিও এই ভ্যারিয়েন্টে অক্সিজেন খুব একটা প্রয়োজন হচ্ছে না। আমাদের মেডিকেল টিম সক্রিয় থাকবে। টিকাগ্রহণে আমরা মানুষকে উৎসাহিত করবো। এছাড়াও বুস্টার ডোজ যেন কারো বাদ না পড়ে সে বিষয়েও আমাদের সদস্যরা লক্ষ্য রাখবে। তিনি প্রতিশ্রুতি দেন- সর্বোপরি এই ভ্যারিয়েন্টের বিষয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাড়িতে-বাড়িতে প্রচারাভিযান চলবে। দেশের যেকোন সংকট বা মহামারীতে শহীদ জামিল ব্রিগেড সবসময় মানুষের সাথে, মানুষের পাশে থাকবে।