কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে স্বাস্থ্যবিধি চরমভাবে উপেক্ষিত হচ্ছে এবং এতে করোনা সংক্রমণের ভয়াবহ অবস্থার সৃষ্টি হতে পারে এমন আশঙ্কায় আছেন সংশ্লিষ্ট সবাই। বিগত সপ্তাহ থেকে সারা জেলায় প্রতিদিনই ১০০/১৫০ জনের কাছাকাছি শনাক্ত হচ্ছে করোনা আক্রান্ত রোগী। এর মধ্যে গতকাল বুধবার ২৬ জানুয়ারি সর্বোচ্চ শনাক্ত হয় ১৩৬ জন। এর মধ্যে জেলা সদর হাসপাতালে সবচেয়ে বেশি শনাক্ত ৩৬ জন, জেলা সদরে ১৮ জন ও অন্যান্য উপজেলায় ৫/৭ জন করে আক্রান্ত রোগীর তথ্য জানায় সিভিল সার্জন কাযালয়। আগের দিন ২৫ জানুয়ারি কমলগঞ্জ উপজেলায় ১৮ জনের শনাক্ত হওয়ার তথ্য জানায় সিভিল সার্জন অফিস, যা বিগত প্রায় একবছরের মধ্যে সবোচ্চ রেকর্ড। সারাদেশে যখন আক্রান্ত হওয়ার নতুন রেকর্ড হচ্ছে তখন কমলগঞ্জ উপজেলার প্রায় প্রতিটি হাটবাজার এলাকায় সকলেই স্বাস্থ্যবিধি না মেনে অবাধে চলাফেরা করছে। নতুন করে স্বাস্থ্যবিধি আরোপের প্রথম ২/৩ দিন উপজেলা প্রসাশনের পক্ষে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হলেও এখন প্রসাশন নিরব। সরেজমিনে দেখা যায়, কমলগঞ্জের ভারত সীমান্তবর্তী এলাকা ইসলামপুর, আদমপুর, শমশেরনগর ও মাধবপুর এলাকায় লোকজন মুখে মাস্কবিহীন চলাচল করছে। বাজারে ক্রেতা বা বিক্রেতা উভয়ের মুখে মাস্ক নেই এমনকি সামাজিক দূরত্বের কোন লক্ষণ নেই। এমন অবস্থা চলতে থাকলে এ অঞ্চলে করোনা সংক্রমণের মারাত্মক অবস্থার সম্মুখীন হতে পারে। চিকিৎসা সেবা বিঘ্নিত হতে পারে বলে মনে করেন সংশ্লিষ্ট ও সচেতন নাগরিক সমাজ।