কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলাধীন ও কমলগঞ্জ পৌরসভার বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই সুরক্ষা বাউন্ডারি দেয়ালসহ নানা শিক্ষা উপকরণ ও আধুনিক শিক্ষা ব্যবস্থা। এতে প্রাথমিক ক্ষুদে শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে মৌলিক শিক্ষা কার্যক্রম থেকে। সরেজমিনে কমলগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের সীমানা প্রাচীর বা সুরক্ষা বাউন্ডারি দেয়াল নেই এবং স্কুলের অভ্যন্তরীণ শিশুদের খেলাধুলা করার জন্য নেই কোন উপকরণ। এতে করে শিশু শিক্ষার্থীরা এদিক/অদিক ছোটাছুটি করে এবং টিফিনের সময় শিশুদের খেলাধুলাসহ অন্যান্য উপকরণ না থাকায় অনেকটা ঝুঁকিপূর্ণভাবে শিশুদের খেলাধুলা করতে দেখা যায়। এক্ষেত্রে যেকোন সময়ে ঘটতে পারে দুর্ঘটনা।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সহকারী শিক্ষক জানান, শুধু করিমপুর নয় কমলগঞ্জের বেশকিছু স্কুলের একই অবস্থা। অথচ এই স্কুল ভবনগুলোকেই সংসদ নির্বাচনসহ স্থানীয় নির্বাচনের সময় ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়।
স্থানীয় ও শিক্ষা সংশ্লিষ্ট সবাই সরকারের শিক্ষা বিষয়ক অধিদপ্তরের দ্রুত পদক্ষেপের আশা করেন।