কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জের উত্তর ও দক্ষিণ অঞ্চলের আদমপুর, রানিবাজার, ঘোড়ামাড়া ও মনিপুরী এলাকায় গত কয়েকদিনের বৃষ্টিপাতে শীতকালীন সবজির চারা পচে নষ্ট হওয়াতে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন চাষিরা। শীতের আগাম সবজি টমেটো, বাঁধাকপি, ফুলকপি, বেগুন ইত্যাদি সবজির বীজ বপন করার পর অক্টোবর মাসের প্রথম সপ্তাহে বেশ কয়েক দফা বৃষ্টির কারণে বীজ থেকে জন্মানো চারাগাছে ব্যাপক পচন দেখা দিলে নতুন করে আবারো বীজ বপনে অনেকেই ব্যস্ত। তাই এবার শীতের আগাম সবজি বাজারে আসছে না সময়মত। এলাকার বাজারে এখন হাইব্রিড লালশাক, পালংশাক, পুঁইশাক পাওয়া গেলেও তাতে পোকার দাগ বা মরা স্বেত স্বেতা দেখা যাচ্ছে। তাছাড়া চড়া দামের কারণে এসব শাক সবজি কিনছেন না অনেকেই। তাই বাজারে বিক্রি কম হওয়াতে সবজি ক্ষেতেই পচে নষ্ট হচ্ছে অনেক সবজি ফসল। এতে করে এবার সবজি চাষিদের মাথায় চিন্তার ভাজ পড়েছে। চাষিদের খরচ উঠবে কিনা। অনেকেই ব্যাংক থেকে কৃষি ঋণ নিয়েছে। তাই এসব বিষয়ে তাদের মুখে হাসি নেই। ঋণ পরিশোধ করবে কিভাবে? এই চিন্তায় চাষিদের মুখে হাসি নেই, হতাশায় আছেন।