কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে চলাচলের মেইন রোডের ০২টি গুরুত্বপূর্ণ অংশে ভাংচুর খানাখন্দের কারণে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও চলাচলকারী যানবাহন। দীর্ঘদিন যাবত রাস্তার মোড়ে এরকম বেহাল অবস্থার মধ্যে সংশ্লিষ্ট বিভাগ রহস্যজনকভাবে নিরবতা পালন করে যাচ্ছে এবং এতে সাধারণ যাত্রী ও যানবাহন ব্যবস্থায় চরমক্ষোভের দানা বাধছে। কমলগঞ্জ উপজেলা প্রশাসনের নাকের ডগায় উপজেলা চৌমুহনী হতে শ্রীমঙ্গল যাওয়ার পথে এবং একই রোডের ভানুগাছ বাজার এলাকার ১০ নং রোডের চৌমুহনী হতে ০২ টি অংশের রাস্তায় ইট-সলিং ভাঙ্গনে ছোটবড় গর্ত, ভাঙ্গনসহ উভয় অংশে মাত্র ০১ কিঃ মিঃ রাস্তায় বেহাল অবস্থা বিরাজমান বিগত দুই বছরের বেশি সময়ধরে। কিন্তু বিভিন্ন সময় এই বিষয় নিয়ে নানা আশ্বস্ত পেলেও সড়ক ও জনপদ বিভাগ রহস্যজনকভাবে নিরবতা পালন করে যাচ্ছে। অথচ এই প্রধান সড়ক কমলগঞ্জ টু ঢাকা এবং ভায়া কমলগঞ্জ টু সিলেট যাতায়াতের ক্ষেত্রে গুরুত্ব বহন করে যাচ্ছে। বিগত বছরের জুন মাসে কমলগঞ্জ পৌরসভার উদ্যোগে যদিও ইটের সমন্বয় সলিং করা হয়েছিল কিন্তু যানবাহনের চাপে রাস্তার অনেক জায়গায় ইট উঠে গেছে, বৃষ্টিপাতের কারণে পানি জমে ছোটবড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। প্রায়ই কোন না কোনো দূর্ঘটনা ঘটছে ও যানজট লেগে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় ও যাতায়াতকারী সাধারণ মানুষের। তাছাড়া স্কুল ও কলেজ এর ছাত্রছাত্রীদের এই রাস্তা দিয়ে যাতায়াতের ক্ষেত্রে চরম ভোগান্তিতে পরতে হয়। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে জোর দাবি জানিয়েছেন স্থানীয় ব্যাবসায়ী এবং সাধারণ মানুষ।